ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নীলফামারীতে ইউপি নির্বাচনে মনোননপত্র জমা দিলেন ৭০ জন

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, মে ১৮, ২০২২
নীলফামারীতে ইউপি নির্বাচনে মনোননপত্র জমা দিলেন ৭০ জন

নীলফামারী: নীলফামারীর খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭০ জন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৯ জন, সাধারণ সদস্য পদে ৪১ জন এবং সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য পদে ২০ জন রয়েছেন।

মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে (১৭ মে) রিটানিং অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

চেয়ারম্যান পদে দলীয়ভাবে বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে প্রশান্ত রায় ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নাইমুর রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া বাকি সাতজন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে রয়েছেন মাসুদ রানা মাসুম, শশধর রায়, তহিদুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, মাসুদ রানা সাবদের, আশাফউদৌলা সিদ্দিকী খোকন ও পঞ্জক কুমার রায়।

রিটানিং অফিসারের কার্যালয় সুত্র জানায়, সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্যের মধ্যে ১ নম্বর ওয়ার্ডে চারজন, ২ নম্বর ওয়ার্ডে ৯ জন এবং ৩ নম্বর ওয়ার্ডে ৭ জন রয়েছেন।

এছাড়া সাধারণ নয়টি ওয়ার্ডের মধ্যে ১ নম্বর ওয়ার্ডে চারজন, ২ নম্বর ওয়ার্ডে দুইজন, ৩ নম্বর ওয়ার্ডে ছয়জন, ৪ নম্বর ওয়ার্ডে তিনজন, ৫ নম্বর ওয়ার্ডে ছয়জন, ৬ নম্বর ওয়ার্ডে চারজন, ৭ নম্বর ওয়ার্ডে চারজন, ৮ নম্বর ওয়ার্ডে
পাঁচজন এবং ৯ নম্বর ওয়ার্ডে সাতজন মনোনয়নপত্র জমা দেন।

আগামী ১৯ মে মনোনয়ন পত্র যাচাই বাছাই হবে, ২৬ মে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং ২৭ মে প্রতীক বরাদ্দ করা হবে।

নীলফামারী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আফতাব উজ জামান বলেন, এ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দশটি ভোট কেন্দ্রের ৭০টি ভোট কক্ষে ভোট দেবেন ১৯ হাজার ৫৭৩ জন ভোটার। এর মধ্যে ৯ হাজার ৯০৪ জন পুরুষ এবং ৯ হাজার ৬৬৯ জন নারী ভোটার রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, মে ১৮, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।