ঢাকা, সোমবার, ১০ আষাঢ় ১৪৩১, ২৪ জুন ২০২৪, ১৬ জিলহজ ১৪৪৫

জাতীয়

খুলনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, মে ১৮, ২০২২
খুলনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু

খুলনা: খুলনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতি নিহত হয়েছেন। নিহতরা হলেন- কৃষক অভিজিত বিশ্বাস (২৮) ও তার স্ত্রী সুন্দরী বিশ্বাস (২৩)।

বুধবার (১৮ মে) দুপুরে ডুমুরিয়া উপজেলার কুলটি গ্রামে রান্না ঘরে ভাত খেতে যেয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দম্পতির একমাত্র শিশু কন্যা আহত হয়েছে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কুলটি গ্রামের কৃষক অভিজিত বিশ্বাস ও তার স্ত্রী সুন্দরী বিশ্বাস দুপুর আড়াই টার দিকে রান্না ঘরে ভাত খেতে যায়। কোন এক সময়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে রান্না ঘরের টিনের চাল ও বেড়া বিদ্যুতায়িত হয়ে পড়ে। বেড়ার স্পর্শ করলে ওই দম্পতি বিদ্যুৎস্পৃষ্ট হয়। খবর পেয়ে প্রতিবেশিরা ছুটে এসে তাদের ঘরের মেইন সুইচ বন্ধ করে তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত্যু বলে ঘোষণা করেন। এ সময় তাদের তিন বছর বয়সী শিশু অর্ণা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝলসে যেয়ে আহত হয়।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, মে ১৮, ২০২২
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।