ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে স্টিল কারখানায় ক্রেনের বেল ছিঁড়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, মে ১৮, ২০২২
গাজীপুরে স্টিল কারখানায় ক্রেনের বেল ছিঁড়ে শ্রমিকের মৃত্যু

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার বৈরাগীরচালা এলাকায় একটি কারখানায় ক্রেনের বেল ছিঁড়ে গোলাম কিবরিয়া (২৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।  

বুধবার (১৮ মে) বিকেলে বৈরাগীরচালা এলাকায় এস কে বি স্টিল মিলে এ ঘটনা ঘটে।

মৃত গোলাম কিবরিয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার লক্ষীপুর এলাকার মো. আব্দুর রহিমের ছেলে।  

পুলিশ ও এলাকাবাসী জানান, শ্রীপুর উপজেলার বৈরাগীরচালা এলাকায় বাসা ভাড়া থেকে এস কে বি স্টিল মিলে কাজ করতেন গোলাম কিবরিয়া। বিকেলে ক্রেনের মাধ্যমে গাড়িতে স্টিলের মালপত্র দিচ্ছিল। একপর্যায়ে ক্রেনের বেল ছিঁড়ে যায়। এসময় স্টিলের মালপত্রের নিচে চাপা পড়ে গোলাম কিবরিয়া মারা যান।  

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, মে ১৮, ২০২২
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।