ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বৈদ্যুতিক খুঁটি সরানোর সময় রিকশাচালকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, মে ২২, ২০২২
বৈদ্যুতিক খুঁটি সরানোর সময় রিকশাচালকের মৃত্যু

ঢাকা: রাজধানীর খিলগাঁও জোড়পুকুর মাঠ এলাকায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত একটি বৈদ্যুতিক খুঁটি সরানোর সময় সেটির আঘাতে একজন রিকশা চালক নিহত হয়েছেন।

রোববার (২২ মে) দুপুর পৌনে একটার দিকে ঘটনাটি ঘটে।

নিহতের নাম আব্দুর রশিদ (৪৫)।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার (২১ মে) ভোরে কালবৈশাখী ঝড়ের কারণে জোড়পুকুর মাঠে এলাকায় একটি বড় গাছ উপড়ে যায়। তখন গাছের গোড়ার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটি নড়বড়ে হয়ে যায়।

আজ ক্ষতিগ্রস্তটি সরিয়ে নতুন বৈদ্যুতিক খুঁটি স্থাপন করে বিদ্যুৎ বিভাগের লোকজন। পরে ক্ষতিগ্রস্ত খুঁটি সরিয়ে ফেলেন তারা। এ সময় রিকশা চালিয়ে যাওয়ার সময় আব্দুর রশিদের মাথায় খুঁটির আঘাত লাগে। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত রিকশাচালক আব্দুর রশিদ বগুড়া শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি খিলগাঁও গোড়ান হাড়ভাঙ্গা রোড এলাকায় বসবাস করতেন।

এজেডএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।