ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

মোহাম্মদুপরে ৪১ ওয়াকি-টকিসহ আটক ২

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, মে ২২, ২০২২
মোহাম্মদুপরে ৪১ ওয়াকি-টকিসহ আটক ২

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের হুমায়ুন রোড এলাকায় নিরাপত্তা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সিকিউরিটি সল্যলুশন প্রোভাইডার থেকে অনুমোদনবিহীন ৪১টি ওয়াকি-টকি জব্দ করা হয়েছে। এসময় ২ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর এনফোর্সমেন্ট অ্যান্ড ইন্সপেকশন টিম ও র‌্যাব-৩ যৌথ অভিযান চালায়।

বিটিআরসি’র নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে শনিবার মধ্যরাতে এ অভিযান চালেনো হয় বলে জানিয়েছে সংস্থাটি।

আটকরা দীর্ঘদিন ধরে অনুমোদনবিহীন ওয়াকি-টকির ব্যবসা চালিয়ে আসছিল বলে জানা যায়। তাদের বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১, (সংশোধিত-২০১০) অনুযায়ী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, মে ২২, ২০২২
এমআইএইচ/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।