ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাঙ্কিপক্স নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সতকর্তা জারি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, মে ২২, ২০২২
মাঙ্কিপক্স নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সতকর্তা জারি  ছবি: বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: আফ্রিকা, ইউরোপ আমেরিকাসহ বিভিন্ন দেশে মাঙ্কি ভাইরাস বা মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ছে। ব্রাহ্মণবাড়িয়ায় মাঙ্কিপক্স সংক্রমণ প্রতিরোধে আখাউড়া স্থলবন্দরে সতকর্তা জারি করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

রোববার (২১ মে) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, ভার্চ্যুয়ালি স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) প্রফেসর আহমেদুল কবির মাঙ্কিপক্সের বিষয়ে এই নির্দেশনা দিয়েছেন। রোগ নিয়ন্ত্রণ শাখা থেকে মাঙ্কিপক্স প্রতিরোধের নিয়মাবলি সম্পর্কে চিঠিও দেওয়া হয়েছে।  

সিভিল সার্জন জানান, আখাউড়া স্থলবন্দরে স্বাস্থ্য পরীক্ষা জোরদার করা হবে। যেসব দেশে রোগ শনাক্ত হচ্ছে সেসব দেশ থেকে যারা আসছে তাদের ব্যাপারে সতকর্তা অবলম্বন করা হবে। যদি তাদের শরীরে রোগ পাওয়া যায় সংক্রমণব্যাধি হাসপাতালে পাঠানো হবে। যেহেতু এটা নতুন রোগ তাই সকলকে সতর্ক হতে হবে। আমাদের সংক্রমণব্যাধি হাসপাতালগুলো প্রস্তুত আছে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মে ২২, ২০২২
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।