ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যমুনায় ভেসে উঠলো পোশাক কারখানার কর্মকর্তার লাশ!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, মে ২২, ২০২২
যমুনায় ভেসে উঠলো পোশাক কারখানার কর্মকর্তার লাশ!

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীতে নিখোঁজ হওয়ার দুই দিন পর ভেসে উঠলো পোশাক কারখানার কর্মকর্তা আহসান হাবিবের (৪৪) মরদেহ।  

রোববার (২২ মে) দুপুরে উপজেলার জাফরগঞ্জ এলাকায় যমুনা নদী থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত হাবিবেব গ্রামের বাড়ি বগুড়া সদরের ফুলবাড়ি এলাকায় ও ঢাকার সাভারের আশুলিয়ায় নাসা পোশাক কারখানার ওয়াশিং সেকশনের জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

এ তথ্য নিশ্চিত করে পাটুরিয়া নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক জানান, শুক্রবার (২০ মে) বিকেলে স্ত্রী, সন্তান নিয়ে জাফরগঞ্জ এলাকায় যমুনা নদীর বেড়িবাঁধে ঘুরতে আসেন হাবিব। এ সময় তিনি একাই নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন। দুই দিন উদ্ধার অভিযান চালালেও তাকে খুঁজে পেতে ব্যর্থ হয়। আজ নদীতে ডুবে যাওয়া স্থানে ভেসে উঠে ওই ব্যক্তির মরদেহ। পরে উদ্ধার করা হয়। পরে নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে মরদেহ হস্তান্তরের  প্রক্রিয়া চলছে।  

এ বিষয়ে একটি ইউডি মামলা নেওয়া হবে বলেও তিনি নিশ্চিত করেন।  

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, মে ২২, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।