ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ইউএনওর হস্তক্ষেপে স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, মে ২২, ২০২২
ইউএনওর হস্তক্ষেপে স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ

বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২১ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেন ওই স্কুলছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন।

জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের বাগধা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ওই ছাত্রীর (১৫) সঙ্গে শনিবার বিকেলে পশ্চিম বাগধা গ্রামের শহিদ মিয়ার ছেলে প্রবাসী শরীফ মিয়ার বিয়ের আয়োজন চলছিল।

এ সংবাদ পেয়ে ইউএনও সাখাওয়াত ওই বাড়িতে গিয়ে সেই বাল্যবিয়ে বন্ধ করে দেন।

ইউএনও মো. সাখাওয়াত হোসেন জানান, ১৮ বছর না হওয়া পর্যন্ত ওই স্কুলছাত্রীকে বিয়ে করবে না বলে বরের কাছ থেকে মুচলেখা নেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, আগৈলঝাড়া থানার উপপরিদর্শক মনিরুজ্জামান, ইউপি সদস্য রুস্তুম মিয়া ও ইউএনও অফিসের সহকারী রমনী সরকার প্রমুখ।

বাংলাদেশ সময়:১৭৩৪ ঘণ্টা, মে ২২, ২০২২
এমএস/এসএ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।