ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মেঘনা নদীতে এক ব্যক্তির মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, মে ২২, ২০২২
মেঘনা নদীতে এক ব্যক্তির মরদেহ

চাঁদপুর: চাঁদপুর শহরের পুরাণ বাজার এলাকায় মেঘনা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ থানা পুলিশ।

রোববার (২২ মে) বিকেল ৫টার দিকে পুরানবাজার হরিসভা মন্দিরের সামনে মেঘনা নদী থেকে মরদহেটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয়রা বিকেলে মেঘনায় মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে সাদা পাঞ্জাবি ও জিন্সের প্যান্ট পরা মরদেহটি উদ্ধার করে। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, আট থেকে ১০ দিন আগে তার মৃত্যু হয়েছে।

চাঁদপুর নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বাংলানিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় পাওয়া না গেলে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফনের ব্যবস্থা করা হবে। পুলিশের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা করা হবে।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, মে ২২, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।