ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

লালকুঠির সামনে থেকে লঞ্চ টার্মিনাল সরানোর নির্দেশ তাপসের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, মে ২৩, ২০২২
লালকুঠির সামনে থেকে লঞ্চ টার্মিনাল সরানোর নির্দেশ তাপসের ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস

ঢাকা: পুরান ঢাকার লালকুঠির সামনে থেকে দ্রুত লঞ্চ টার্মিনাল সরানোর জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষকে (বিআইডাব্লিউটিএ) নির্দেশনা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

সোমবার (২৩ মে) লালকুঠিতে অনুষ্ঠিত ঢাকা সিটি নেইবারহুড আপগ্রেডিং প্রজেক্টের প্রদর্শনীতে তিনি এই নির্দেশনা দেন।

এ সময় তিনি বলেন, এখানে বিআইডাব্লিউটিএ-এর কর্মকর্তা আছেন, আমি আমন্ত্রণ জানিয়েছিলাম, আমি তাদের নির্দেশনা দিচ্ছি যে- আজকে থেকেই দ্রুত গতিতে ঢাকার ঐতিহ্যবাহী নদীগুলোর সামনে থেকে অবৈধ স্থাপনা এবং লঞ্চ টার্মিনালগুলো সরিয়ে নেওয়া হোক। আমাদের পরিকল্পনা অনুযায়ী এগুলোকে সরাতে হবে। এটি কীভাবে করবেন তা আপনারা জানেন, আমি না। আমি শুধু জানি ঢাকাকে নতুন করে সাজাতে হবে। আমরা শুধু লালকুঠি বা নর্থব্রুক হল নতুন করে সাজাবো বা গড়ে তুলবো না, বরং আমরা নতুন করে গড়ে তুলবো আমাদের ঢাকাকে।

এ সময় আয়োজনে ইতিহাসবিদ মুনতাসীর মামুন, স্থপতি মোবাশ্বের হোসেন, বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি ট্যাম্বোনসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, মে ২৩, ২০২২
এইচএমএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।