ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিংড়ায় ট্রাক্টরচাপায় স্কুলশিক্ষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, মে ২৩, ২০২২
সিংড়ায় ট্রাক্টরচাপায় স্কুলশিক্ষক নিহত

নাটোর: নাটোরের সিংড়া উপজেলায় বালুবাহী ট্রাক্টরের চাপায় মো. আইয়ুব আলী (৩২) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।  

সোমবার (২৩ মে) দুপুরে নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আইয়ুব আলী উপজেলার ডাহিয়া ইউনিয়নের আয়েশ গ্রামের আকবর আলীর ছেলে। তিনি চৌগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।  

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বাংলানিউজকে জানান, দুপুর ১২টার দিকে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন আইয়ুব আলী। পথে চৌগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় পেছন থেকে একটি ট্রাক্টর চাপা দিলে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাক্টরসহ চালক শাকিলকে (১৮) আটক করা হয়েছে। আটক শাকিল সিংড়া উপজেলার নিঙ্গইন গ্রামের জসমধ হোসেনের ছেলে।  
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, মে ২৩, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad