ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শার্শা সীমান্তে ৮ কেজি রুপাসহ আটক ১ 

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, মে ২৪, ২০২২
শার্শা সীমান্তে ৮ কেজি রুপাসহ আটক ১ 

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোলের শার্শা সীমান্ত এলাকা থেকে আট কেজি ৩০০ গ্রাম রুপাসহ জসিম উদ্দিন ( ৩৯) নামে এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।  

মঙ্গলবার (২৪) বিকেলে শার্শা উপজেলার বসতপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

 

আটক জসিম একই উপজেলার গোগা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।  

জানা গেছে, গোগা গ্রাম থেকে মোটরসাইকেলে করে এক ব্যক্তি রুপা নিয়ে বাগআঁচড়ার দিকে আসছেন— এমন গোপন তথ্যেও ভিত্তিতে গোগা বাগআঁচড়া রোডের বসতপুর এলাকায় তার মোটরসাইকেলের গতি রোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় আট কেজি ৩০০ গ্রাম ভারতীয় রুপা জব্দ করাসহ তাকে আটক করা হয়। জব্দ করা হয় মাদক পরিবহরে ব্যবহৃত মোটরসাইকেলটিও।     

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রর ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, আটক জসিমের নামে চোরাচালান আইনে মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হবে। বুধবার (২৫ মে) সকালে তাকে যশোর আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মে ২৪, ২০২২
এসআরএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad