ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

ঈশ্বরদীতে অস্ত্র-মাদকসহ বিক্রেতা গ্রেফতার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, মে ২৬, ২০২২
ঈশ্বরদীতে অস্ত্র-মাদকসহ বিক্রেতা গ্রেফতার

পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদী পৌর এলাকা থেকে অস্ত্র, গাঁজা, হেরোইন, নগদ টাকাসহ জুয়েল রানা (২৮) নামে এক মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ মে) দুপুরের দিকে ঈশ্বরদী শহরের শৈলপাড়ার মাঠপাড়া এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জুয়েল ওই পৌর এলাকার রেলওয়ে সরকারি নাজিমুদ্দিন স্কুলের সামনে ফতে মোহাম্মদপুর মহল্লার আব্দুর রাজ্জাকের ছেলে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বাংলানিউজকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে দুপুরের দিকে মাঠপাড়া এলাকা থেকে জুয়েলকে গ্রেফতার করা হয়। ​ তার কাছ থেকে ১৫ কেজি গাঁজা, ১০ গ্রাম হেরোইন, নগদ ৫২ হাজার টাকা, দুইটি মোবাইলফোন, মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ দুটি রামদা ও ধারালো একটি চাইনিজ কুড়াল জব্দ করা হয়েছে। জুয়েলের নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। নতুন করে মাদক ও অস্ত্র আইনে আরও একটি মামলা নথিভুক্ত করে শুক্রবার (২৬ মে) আদালতের মাধ্যমে তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।

মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং এটি অব্যাহত থাকবে বলেও জানান তিনি

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, মে ২৬, ২০২২
এফআর/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।