ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সামান্য ঝড়ে উড়ে গেছে মাদরাসার চাল, ভেঙে পড়েছে ইটের গাঁথুনি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, মে ২৭, ২০২২
সামান্য ঝড়ে উড়ে গেছে মাদরাসার চাল, ভেঙে পড়েছে ইটের গাঁথুনি 

নড়াইল: ঝড়ে উড়ে গেছে নড়াইল পৌর এলাকার খাদেমুল ইসলাম মাদরাসার টিনের চালা। ভেঙে পড়েছে ইটের গাঁথুনি।

নষ্ট হয়ে গেছে ঘরের আসবাবপত্র, বৈদ্যুতিক সিলিং ফ্যান, ধর্মীয় বইসহ অন্যান্য জিনিসপত্র।  

বৃহস্পতিবার (২৬ মে) রাতে এ ঘটনা ঘটে। এতে বিপাকে পড়েছেন ৩২ জন আবাসিক ছাত্রসহ শিক্ষকরা। খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা।

ক্ষতিগ্রস্ত মাদরাসাটির ছাত্ররা জানায়, বৃহস্পতিবার রাতে সামান্য ঝড়েই অল্প সময়ের মধ্যে ঘরের চালা উড়ে গেছে। ভেঙে পড়েছে ইটের গাঁথুনি। এ পরিস্থিতিতে জীবন বাঁচাতে দ্রুত ঘর থেকে বের হওয়ার সময় কয়েকজন ছাত্র সামান্য আহত হয়েছে।  

বিষয়টি নিশ্চিত করে ওই মাদরাসাটির প্রধান শিক্ষক মাওলানা রেজাউল করিম বাংলানিউজকে বলেন, ঝড়ের সময় মাদরাসায় ছিলাম না। তবে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি টিনের চাল উড়ে গিয়ে পাশে জমিতে পড়ে আছে। মাদরাসায় ৩২ জন আবাসিক, ছাত্র এবং তিনজন শিক্ষক আছেন। সবাই খোলা আকাশের নিচে অনেক কষ্টে জীবনযাপন করছেন। ২০২০ সালে প্রতিষ্ঠিত মাদরাসাটিতে হাফেজ, নুরানী ও জামাত বিভাগ রয়েছে।  

নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ক্ষতিগ্রস্ত মাদরাসা পরিদর্শন করেছি। আমার সাধ্যমতো সহযোগিতা করব।  

নড়াইল জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হাবিবুর রহমান ক্ষতিগ্রস্ত মাদরাসাটি পুনঃনির্মাণ সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, মে ২৭, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।