ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মাগুরায় আম বিক্রি নিয়ে বিরোধে আহত ১

ডিস্ট্র্ক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, মে ২৭, ২০২২
মাগুরায় আম বিক্রি নিয়ে বিরোধে আহত ১

মাগুরা: মাগুরার শ্রীপুর উপজেলায় পূর্বপাড়া মসজিদ ও এতিমখানার আম বিক্রি করা নিয়ে বিরোধে আবু তালেব বিশ্বাস (৫৫) নামে এক ব্যক্তিকে ইট ছুড়ে মেরে আহত করেছেন অজ্ঞাত দুর্বৃত্তরা।  

শুক্রবার (২৭ মে) দুপুরে শ্রীপুর পূর্বপাড়া জামে সমজিদের জুম্মার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।

আহত আবু তালেব শ্রীপুর গ্রামের মৃত ইব্রাতুল বিশ্বাসের ছেলে। তিনি মসজিদের সাধারণ সম্পাদক ও সাবেক সেনা সদস্য ছিলেন।  

আহতর ছেলে সৌরভ বিশ্বাস বলেন, বেশ কয়েকদিন ধরে গ্রামের মসজিদ ও এতিমখানার আম বিক্রি নিয়ে বিরোধ চলছিল। আমার বাবা এসব আম বিক্রি করে মসজিদ ও এতিম খানার উন্নয়ন কাজে ব্যয় করতে চেয়েছিলেন। কিন্ত জুম্মার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে পেছন থেকে কে বা কারা তাকে ইট ছুড়ে মারলে তিনি মাথায় আঘাত পান।

পরে তাকে চিকিৎসার জন্য মাগুরা ২৫০শয্যা সদর হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের ডাক্তার অমর প্রসাদ সেবা দেন।

ঘটনায় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বাংলানিউজকে বলেন, আম বিক্রির বিষয় নিয়ে কথা কাটাকাটি একপর্যায়ে ভিড়ের মধ্যে থেকে কে বা কারা ইট ছুড়ে মারে। এতে আবু তালেব আহত হন। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, মে ২৭, ২০২২
এফআর/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।