ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাচা হত্যায় হাসপাতালে ভর্তি ভাতিজা গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, মে ২৭, ২০২২
চাচা হত্যায় হাসপাতালে ভর্তি ভাতিজা গ্রেফতার

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে চাচাকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় তার ভাতিজাকে গ্রেফতার করেছে পুলিশ।  

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন ভাতিজাকে শুক্রবার (২৭ মে)  গ্রেফতার দেখানো হয়।

বর্তমানে পুলিশ পাহারায় তার চিকিৎসা চলছে।  

গ্রেফতার যুবকের নাম হোসেন আলী (৩৫)। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট আমতলী ঝিকড়া গ্রামের সেফাতুর আলীর ছেলে।

এর আগে বৃহস্পতিবার (২৬ মে) সকালে ঘরের চালের পানি জমিতে পড়াকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে গন্ডগোল শুরু হয়। এর জের ধরে মারামারিতে ভাতিজারা তাদের এক চাচা ওয়াহেদ আলীকে বেধরক পেটায়। এ ঘটনায় দুই পক্ষের পাঁচজন আহত হন। পরে তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার দুপুরে চিকিৎসাধীন ওয়াহেদ আলীর মৃত্যু হয়।  

রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ওয়াহেদ আলীর মৃত্যুর পর এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়। এতে মোট ছয়জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত পরিচয় হিসেবে আরও তিন-চারজনকে আসামি করা হয়েছে।

এর মধ্যে ওয়াহেদ আলীর ভাতিজা হোসেন আলীকে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বর্তমানে পুলিশ পাহারায় তার চিকিৎসা চলছে। সুস্থ হওয়ার পর তাকে কারাগারে পাঠানো হবে বলেও জানান- গোদাগাড়ী থানার এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মে ২৭, ২০২২
এসএস/এসএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।