ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৭ জুন ২০২৪, ১৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

মেয়াদোত্তীর্ণ ওষুধ-কিট, ডগমা হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, মে ২৯, ২০২২
মেয়াদোত্তীর্ণ ওষুধ-কিট, ডগমা হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা

ঢাকা: মেয়াদোত্তীর্ণ ওষুধ ও কিট রাখার দায়ে রাজধানীর উত্তর বাড্ডার ডগমা হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

রোববার (২৯ মে) দুপুরে অধিদপ্তরের সহ-পরিচালক ফাহমিনা আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযানে হাসপাতালটির ল্যাবে কয়েক মাসের পুরনো কিট পাওয়া যায়, যেগুলো দিয়ে রোগীদের ইউরিন টেস্ট করানো হতো। এছাড়া হাসপাতালটির নিজস্ব ফার্মেসিতে কয়েক ধরনের ওষুধের মেয়াদোত্তীর্ণ ছিল।

পরে ভোক্তা অধিকার আইনে হাসপাতালটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে অভিযানে হাসপাতালটির লাইসেন্স চেক করা হয়। এ সময় হাসপাতালটি অনুমোদিত বলে জানান অধিদপ্তরের সহ-পরিচালক ফাহমিনা আক্তার।

এর আগে দুপুর থেকে অধিদপ্তরের সহ-পরিচালক ফাহমিনা আক্তারের নেতৃত্বে বিভিন্ন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান শুরু হয়। শুরুতেই বাড্ডার ঢাকা ক্রাউন মেডিক্যাল সেন্টারে অভিযান শুরু করে ভোক্তা অধিদপ্তরের দলটি।

এ সময় ফাহমিনা আক্তার বলেন, অবৈধ অর্থাৎ অনিবন্ধিত ও নবায়নবিহীন কিনা যাচাই করতে ঢাকা ক্রাউন মেডিক্যাল সেন্টারে অভিযান চালানো হয়। কাগজপত্রসহ বিভিন্ন বিষয় তল্লাশি করে প্রাথমিকভাবে সেখানে কোনো অনিয়ম পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, মে ২৯, ২০২২
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।