ঢাকা, শনিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, মে ৩০, ২০২২
চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর এলাকার টিকরামপুর মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো-চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার টিকরামপুর মধ্যপাড়া গ্রামের দেলোয়ারের ছেলে দিদার (৫) ও একই এলাকার হোসেন আলীর মেয়ে তিশা (৩)।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ইব্রাহিম আলী জানান, দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে দিদার ও তিশা পানিতে ডুবে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে দুইজনকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, মে ৩০, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।