ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

আগামী বছর থেকে পুরস্কার মূল্য ১০ লাখ, পাবেন ২৫ সাংবাদিক: বসুন্ধরা চেয়ারম্যান

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, মে ৩০, ২০২২
আগামী বছর থেকে পুরস্কার মূল্য ১০ লাখ, পাবেন ২৫ সাংবাদিক: বসুন্ধরা চেয়ারম্যান

দেশের সর্ববৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেছেন, আগামী বছর ২৫ জন অনুসন্ধানী সাংবাদিককে বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড দেওয়া হবে। আর তাদের প্রত্যেককে দেওয়া হবে ১০ লাখ টাকা।

প্রতিবছরই এই আয়োজন করবে বসুন্ধরা গ্রুপ।  

সোমবার রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরা- আইসিসিবিতে আয়োজিত বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১ অনুষ্ঠানের উদ্বোধকের বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।  

এসময় তিনি বলেন, প্রয়োজনে আরো স্ট্রং জুরি বোর্ড গঠন করা হবে। সাংবাদিকদের মানোন্নয়নের সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে। বসুন্ধরা গ্রুপ গণমাধ্যমের উদ্যোগ গ্রহণের পর সাংবাদিকের মান উন্নয়ন হয়েছে।

তিনি সাংবাদিকদের আহ্বান জানিয়ে বলেন, ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো কিছু লেখার আগে আরো বেশি সত্যতা যাচাই করবেন। একজন ব্যবসায়ী এই পর্যায়ে আসতে অনেক কাঠ-খড় পোড়াতে হয়েছে। ভালোকে ভালো বলুন, খারাপকে খারাপ বলতে হবে।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, মে ৩০, ২০২২
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।