ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

উত্তরায় আইস ও ইয়াবাসহ গ্রেফতার ৪

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, জুন ২, ২০২২
উত্তরায় আইস ও ইয়াবাসহ গ্রেফতার ৪

ঢাকা: রাজধানীর উত্তরার রবীন্দ্র সরণি এলাকা থেকে আইস ও ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা।  

বৃহস্পতিবার (২ জুন) এই তথ্য নিশ্চিত কর পুলিশ।

 

বুধবার (১ জুন) উত্তরার ৭নং সেক্টরের রবীন্দ্র সরণির নিউ রাধুনী রেঁস্তোরার সামনে থেকে আইস ও ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতারকৃতরা হলেন- মো. সাইফুল ইসলাম ওরফে সবুজ, মো. সোলেমান হক ভূইয়া, সাজ্জাদ আমিন মুন্না ও মো. আতিকুল ইসলাম মিন্টু।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মো. আক্তারুজ্জামান ইলিয়াস জানান, গোপনে পাওয়া তথ্যের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ওই এলাকায় অভিযান পরিচালনা করে ৭০ গ্রাম আইস ও ৪০০ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত মো. সাইফুল ইসলামের নামে উত্তরা পশ্চিম থানায়, মো. সোলেমান হক ভূইয়ার নামে পল্লবী থানায় ও মো. আতিকুল ইসলাম মিন্টুর নামে কদমতলী থানায় একটি করে মাদকের মামলা রয়েছে। এসব মামলা আদালতে বিচারাধীন।  

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, জুন ২, ২০২২
এজেডএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।