ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

কদমতলীতে একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকের মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, জুন ৩, ২০২২
কদমতলীতে একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকের মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর কদমতলী মাতুয়াইল এলাকার একটি বাসা থেকে আশিকুল হক চৌধুরী (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে মাতুয়াইল মেডিক্যাল রোডের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।

মৃত আশিকুল ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার মো. ফজলুল হক চৌধুরীর ছেলে। বর্তমানে রাজধানীর তেজতুরীপাড়া এলাকার একটি মেসে থাকতেন এবং একটি পত্রিকার ছাপাখানার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহাবুবুল হক বলেন, গত ৩/৪ মাস আগে সাফিয়া বেগম (২৭) নামের এক নারীর সঙ্গে আশিকুলের প্রেমের সম্পর্ক হয়। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে আশিকুল সাফিয়ার সঙ্গে দেখা করতে তাঁর মাতুয়াইলের ভাড়া বাসায় যান। সাফিয়ার বাসায় অসুস্থ হয়ে পড়ে আশিকুল। পরে ভোর ৪টার দিকে মারা যান। সকালে খবর পেয়ে মাতুয়াইলের বাসা থেকে আশিকুলের মরদেহ উদ্ধার করা হয়।

এসআই আরো বলেন, সাফিয়া নিজেই টহল পুলিশের কাছে আশিকুলের মৃত্যুর খবর দেন। সাফিয়া বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

এসআই বলেন, ঘটনাস্থলে গিয়ে আশিকুলের মুখে ফেনা দেখা যায়। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মৃত আশিকুলের ফুফাতো ভাই সাইফুল আলম লেলিন বলেন, আশিকুলের মৃত্যু নিয়ে আমাদের কাছে যথেষ্ট সন্দেহ রয়েছে। আমাদের ধারণা তার স্বাভাবিক মৃত্যু হয়নি। আমরা পুলিশের কাছে অভিযোগ দিয়েছি। বাকিটা পুলিশের তদন্ত ও ময়নাতদন্তের পর জানা যাবে।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, জুন ০৩, ২০২২
এজেডএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।