ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

সিলেটে ওয়ার্কশপ মালিককে কুপিয়ে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৯ ঘণ্টা, জুন ৪, ২০২২
সিলেটে ওয়ার্কশপ মালিককে কুপিয়ে হত্যা সিলেটে একজন ওয়ার্কশপ মালিককে কুপিয়ে হত্যা করা হয়েছে

সিলেট: সিলেট-এয়ারপোর্ট সড়কের মালনিছড়ায় মনিরু ইসলাম নামে (৪১) এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার (০৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে মালনীছড়া চা বাগান এলাকায় রাগিব আলীর বাংলোর রাস্তা সংলগ্ন  সড়কের পাশে এ ঘটনা ঘটে।

 

নিহত ব্যক্তি নগরের খাসদবির ওয়ার্কশপের স্বত্বাধিকারী । তিনি এয়ারপোর্ট থানাধীন নয়াবাজার এলাকার নুরুল মিয়ার ছেলে ।  তার গ্রামের বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলায় বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ‍মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থলে ফেলে যায়। খবর পেয়ে রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে আসে।

এসএমপির এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির বাংলানিউজকে বলেন, দুর্বৃত্তরা মনিরকে কুপিয়ে হত্যা করেছে। তার ডানহাতসহ দেহের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে। সিআইডি টিম আলামত সংগ্রহ করেছে।

তিনি  আরও বলেন,  ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরেই তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। অপরাধীদের ধরতে পুলিশের বেশ কয়েকটি টিম মাঠে নামানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৪৬ঘন্টা, জুন ০৪, ২০২২
এনইউ/ইআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।