ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাছ ব্যবসায়ীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, জুন ৬, ২০২২
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাছ ব্যবসায়ীর মৃত্যু

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু সাঈদ (৫০) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।  

সোমবার (৬ জুন) সকালে উপজেলার সীমান্তবর্তী শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

আবু সাঈদ দক্ষিণ ধলডাঙ্গা গ্রামের মুনছের আলীর ছেলে। তিনি মাছ ব্যবসায়ী ছিলেন।  

শিলখুড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামান (আসাদ) বাংলানিউজকে জানান, সকালে নিজ ঘরে টিভির লাইন চেক করতে গিয়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক ছকেটে হাতের আঙুল ঢুকে বিদ্যুতায়িত হয়ে পড়েন আবু সাঈদ। পরে তার স্ত্রীর চিৎকারে বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, জুন ০৬, ২০২২
এফইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।