ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

সীতাকুণ্ড ট্র্যাজেডি: বার্ন ইনস্টিটিউটে আরও দুই রোগী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, জুন ৮, ২০২২
সীতাকুণ্ড ট্র্যাজেডি: বার্ন ইনস্টিটিউটে আরও দুই রোগী

ঢাকা: চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় আহত আরও দুই জনকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট থেকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।

বুধবার (৮জুন) দুপুর সোয়া ১টার দিকে তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আনা হয়।

তারা হলেন- শিল্পাঞ্চল থানার কনস্টেবল ইমরুল কায়েস (২২) ও বিএম কন্টেইনার ডিপোর ডেপুটি ম্যানেজার জসিম উদ্দিন (৫০)।

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন বলেন, চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে দুজন রোগীকে এখানে আনা হয়েছে। তাদের দুজনের পা দগ্ধ হয়ছে। পাশাপাশি চোখে সমস্যা আছে।

গত শনিবার (৪ জুন) রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকার বেসরকারি বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা ঘটে। এতে ফায়ার সার্ভিসের নয় সদস্যসহ শেষ খবর জানা মতে ৪৩ জন নিহত হয়েছেন। এছাড়া দগ্ধ ও আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন কয়েকশ মানুষ।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জুন ০৮, ২০২২
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।