ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

ফেনীর ছাগলনাইয়ার নতুন ইউএনও মৌমিতা দাশ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, জুন ৮, ২০২২
ফেনীর ছাগলনাইয়ার নতুন ইউএনও মৌমিতা দাশ

ফেনী: ফেনীর ছাগলনাইয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে যোগ দিয়েছেন মৌমিতা দাশ।  

বুধবার (৮ জুন) দুপুরে তিনি যোগদান করেন।

 

৩৪তম বিসিএস সম্পন্নকারী মৌমিতা দাশ ইতোপূর্বে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (রাজস্ব) এবং ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পদে দায়িত্ব পালন করেন।  

বন্দর নগরী চট্টগ্রামের ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিভাগ থেকে ইলেকট্রিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।  

কর্মজীবনে তিনি সরকারি দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠার পরিচয় দেন। দায়িত্বভার গ্রহণ করে বুধবার বিকেলে নবাগত ইউএনও স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।  

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জুন ০৮, ২০২২ 
এসএইচডি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।