ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে আইন প্রয়োগের আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, জুন ৮, ২০২২
তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে আইন প্রয়োগের আহ্বান

রাজশাহী: তামাক নিয়ন্ত্রণ আইনের প্রয়োগের মাধ্যমে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি তামাক উৎপাদনে কৃষকদের নিরুৎসাহিত করতে সরকারি উদ্যোগ জোরদার করার ওপর জোর দেওয়া হয়েছে।

এছাড়া জনসচেতনতা বাড়ানোর প্রতিও গুরুত্ব আরোপ করা হয়েছে। বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সেমিনার থেকে এ আহ্বান জানানো হয়েছে।  

বুধবার (৮ জুন) দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্যসেবা বিভাগের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল এবং রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয় এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এবং ‘ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রম’ কর্মসূচির পরিচালক কাজী জেবুন্নেছা বেগম প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হন।
 
রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ এতে সভাপতিত্ব করেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়কারী ও অতিরিক্ত সচিব হোসেন আলী খন্দকার।

এতে ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা. সাকিল আহম্মদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন।  

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, জুন ০৮, ২০২২
এসএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।