ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

রামপুরায় মামলার পর ৪ ছিনতাইকারী গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, জুন ১৩, ২০২২
রামপুরায় মামলার পর ৪ ছিনতাইকারী গ্রেফতার

ঢাকা: ছিনতাইকৃত মোবাইল ফোন সেট উদ্ধারসহ ৪জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রামপুরা থানা পুলিশ।  

গ্রেফতাররা হলেন রায়হান, হাসান, হাসিব হাসান ও জাহিদ হাসান।

সোমবার (১৩ জুন) এই তথ্য নিশ্চিত করেছে পুলিশ।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ১১ জুন রাজধানীর বনশ্রী ই-ব্লকের ফরাজী হাসপাতালের সামনে একটি ছিনতাইয়ের ঘটনায় রামপুরা থানায় মামলা হয়।

তিনি বলেন, মামলাটি তদন্তে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তি সহায়তায় ছিনতাইকারীদের অবস্থান শনাক্ত করা হয়। পরে রোববার খিলগাঁও মেরাদিয়া মধ্যপাড়া ও লালমিয়ার গলি এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ছিনতাই করা ১টি মোবাইল ফোন ও ছিনতাই কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারদের রিমান্ড আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।

মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আ. আহাদের সার্বিক নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনারের (খিলগাঁও জোন) তত্ত্বাবধানে, রামপুরা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে গ্রেফতার অভিযানটি পরিচালিত হয়।

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, জুন ১৩, ২০২২
এজেডএস/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।