ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

ফের সুরমার পানি বিপৎসীমা ছাড়িয়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, জুন ১৩, ২০২২
ফের সুরমার পানি বিপৎসীমা ছাড়িয়েছে

সুনামগঞ্জ: টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জে ফের সুরমাসহ অন্যান্য নদ-নদীর পানি বেড়েছে। ফলে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।

জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, সোমবার (১৩ জুন) দুপুরে সুরমা নদীর পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

স্থানীয়রা জানিয়েছেন এরই মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করায় ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। এভাবে পানি বাড়তে থাকলে আবারও সুনামগঞ্জে বন্যা দেখা দিতে পারে।

এদিকে সড়ক প্লাবিত হওয়ায় জেলা সদরের সঙ্গে ছাতক, দোয়ারাবাজার, তাহিরপুর, বিশ্বম্ভরপুরসহ বেশ কয়েকটি উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে৷

জানা গেছে, তাহিরপুর-বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সড়কের তিন স্থান ঢলের পানিতে তলিয়ে যাওয়ায় জেলা সদরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যানচলাচল বন্ধ রয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন পর্যটকসহ সাধারণ মানুষ।

এদিকে গত বন্যায় জেলার বিভিন্ন সড়ক প্লাবিত হয়ে ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় এখনো ভোগান্তি পোহাচ্ছেন এসব এলাকার বাসিন্দারা। এছাড়া হাওর ও নদ-নদীর পানি বেড়ে জেলার নিম্নাঞ্চলের মানুষের বাড়ি প্লাবিত হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাওরবাসী৷

সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. শামছুদ্দোহা বাংলানিউজকে বলেন, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সোমবার সুরমা নদীর পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগামী ২৪ ঘণ্টায় ভারতের মেঘালয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। মেঘালয়ে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, জুন ১৩, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।