ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

চুরি করা গরুর মাংস নিয়ে ধরা খেলেন চেয়ারম্যানের ভাতিজা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, জুন ১৩, ২০২২
চুরি করা গরুর মাংস নিয়ে ধরা খেলেন চেয়ারম্যানের ভাতিজা

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চুরি করা গরুর মাংস বাজারে বিক্রির সময় কায়কোবাদ ভূইয়া (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (১৩ জুন) সকালে পৌরশহরের বড়বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

তবে তার কাছ থেকে কী পরিমাণ মাংস জব্দ করা হয়েছে সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আটক কায়কোবাদ আখাউড়া উপজেলার ছোট কুড়িপাইকা গ্রামের আব্দুল আজিজ ভূইয়ার ছেলে। তার চাচা আবুল কাশেম ভূইয়া আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোরে ছোট কুড়িপাইকা গ্রামের বাসিন্দা ফরিদ মিয়ার গোয়ালঘর থেকে একটি গরু চুরি করেন কায়কোবাদ ও তার সহযোগীরা। ওই গরু জবাই করে মাংস বিক্রির জন্য বস্তায় ভরে স্থানীয় বড়বাজারের মাংসের আড়তে নিয়ে যাচ্ছিলেন তারা। এ সময় সড়কে টহলরত পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে গরু চুরির ঘটনা স্বীকার করেন কায়কোবাদ।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, জুন ১৩, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।