ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

পাবনা ড্রামা সার্কেলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, জুন ১৩, ২০২২
পাবনা ড্রামা সার্কেলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পাবনা: উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন পাবনা ড্রামাসার্কেল গৌরবদীপ্ত প্রতিষ্ঠার ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এ উপলেক্ষে সংগঠটি দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করে।

 

দিনের শুরুতেই সংগঠন কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তলনের মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে দলের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে শহরে শোভাযাত্রা করে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা ও মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান।

দলের সাবেক সম্পাদক মুস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সংগঠনের সভাপতি এম সাজিদুল্লাহ সুজনের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, একুশে বইমেলা উদযাপন পরিষদের সভাপতি কমরেড জাকীর হোসেন, মাছরাঙা টিভির উত্তর অঞ্চলীয় ব্যুরো চিফ উৎপল মির্জা, প্রবীণ রাজনীতিবিদ সুলতান আহম্মেদ ব্যুড়, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আবু তাসিন খান তিনু, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি আবুল কাশেম, প্রেসক্লাব ক্লাব সম্পাদক সাংবাদিক সৈকত আফরোজ, প্রথম আলো প্রতিনিধি সরোয়ার উল্লাস, জীবন সদস্য ফিরোজ খন্দকার, সাবেক সম্পাদক সিরাজুল ইসলাম হীরা, অভিনেতা মেহেদী হাসান, সংগঠক আব্দুল হাফিজ, ওহিদুল কাওয়ছার, আমিনুল হক, সাইফুল ইসলাম, দলের সাধারন সম্পাদক ভাষ্কর চক্রবর্তী প্রমুখ।

এছাড়া শুভেচ্ছা জানান, ইছামতি থিয়েটারের সভাপতি ভাস্কর চৌধুরী, উত্তরণ সাহিত্য আসরের আলমগীর কবির, কবি আসাদ বাবু, গণমঞ্চ থিয়েটারের সম্পাদক সাইফুর রশিদ মিন্টু, অধ্যাপক কবি এনামুল হক টগর, কবি কামনূর নাহার শিল্পি, সমাজকর্মী শামসুর নাহার বর্না, অভিনেতা ররিউল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, জুন ১৩, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।