ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

সম্পত্তির ভাগ না দিতে ছোট ভাইকে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, জুন ১৩, ২০২২
সম্পত্তির ভাগ না দিতে ছোট ভাইকে হত্যা

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় পৈত্রিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে বড় ভাই সোহাগ হাওলাদারের (৪২) হাতেই খুন হন সাংবাদিক আবু জাফর প্রদীপ।

এ ঘটনায় গত ৬ জুন প্রদীপের স্ত্রী জিনিয়া আক্তার বাদী হয়ে থানায় একটি মামলা করেন।

পরে পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ঘটনার ৬ দিন পর ১১ জুন বিকেলে বড় ভাই সোহাগকে ঢাকা থেকে গ্রেফতার করে। এরপর সোহাগকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে এ হত্যার রহস্য।

সোমবার (১৩ জুন) দুপুরে গণমাধ্যমকে এসব তথ্য জানায় কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম।

ওসি জসিম জানান, গত ৫ জুন সন্ধ্যায় উপজেলার রজপাড়া গ্রামের নিজ বাড়িতে সোহাগের সঙ্গে বাগবিতণ্ডা হয় সাংবাদিক প্রদীপের। এ ঘটনার জেরে রাত ৯টার দিকে সোহাগ ছুরি দিয়ে জাফরের পেটে ও হাতে আঘাত করে পুকুরে ফেলে দেন। মৃত্যু নিশ্চিত করে তিনি পালিয়ে যান।
গ্রেফতারের পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে এ হত্যার দায় স্বীকার করেন তিনি। আজ সোমবার (১৩ জুন) দুপুরে সোহাগকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জুন ১৩, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।