ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

জনপ্রতিনিধিদের অনিয়ম-দুর্নীতি পেলে তা প্রকাশ করুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, জুন ১৩, ২০২২
জনপ্রতিনিধিদের অনিয়ম-দুর্নীতি পেলে তা প্রকাশ করুন

ফরিদপুর: ফরিদপুর-৪ আসনের এমপি ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, প্রশাসনের প্রতিটি দপ্তরের এমনকি চেয়ারম্যান-মেম্বারদের কোনো কাজের অনিয়ম-দুর্নীতি পেলে সৎ সাহস নিয়ে তা প্রকাশ করুন।  
সোমবার (১৩ জুন) সকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সংবাদকর্মীদের এ কথা বলেন তিনি।

 

নিক্সন চৌধুরী বলেন, আগামী ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আর এ পদ্মা সেতু উদ্বোধনের দিন ভাঙ্গা থেকে ৩০ হাজারেরও বেশি জনগণ প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দেবেন। এজন্য জনসাধারণের পাশাপাশি প্রশাসনের সব কর্মকর্তাদের পদ্মা সেতু উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিতে আহ্বান জানাচ্ছি।  

ভাঙ্গা উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আজিম উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ইসহাক মোল্লা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার মহসিন ফকির, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা, হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর আনোয়ার হোসেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
 
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জুন ১৩, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।