ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

তেঁতুলিয়ায় প্রতিপক্ষের মারধরে এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, জুন ১৪, ২০২২
তেঁতুলিয়ায় প্রতিপক্ষের মারধরে এক ব্যক্তির মৃত্যু প্রতীকী ছবি

পঞ্চগড়: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে  প্রতিপক্ষের মারধরে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শহীদ (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  

এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী বাদী হয়ে থানায় ১১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করলে পুলিশ জিতেন নামে একজনকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (১৪ জুন) দুপুরের দিকে সব আইনি প্রক্রিয়া শেষে জিতেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।  

এর আগে সোমবার (১৩ জুন) সন্ধ্যার দিকে উপজেলার সদর ইউনিয়নের বুড়িমুটকি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শহীদ একই গ্রামের মৃত মোশাররফ হোসেনের ছেলে।  

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত শহীদের স্ত্রী ফেন্সি আক্তার বাদী হয়ে ১১ জনকে আসামি করে মামলা দায়েরের পরই অভিযান চালিয়ে জিতেনকে গ্রেফতার করা হয়। মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, বুড়িমুটকি গ্রামের শান্তি রাণী নামে এক নারীর বাড়িতে সলিম উদ্দীন নামে এক ব্যক্তির যাতায়াত ছিল। এ নিয়ে সোমবার রাতে সলিমের সঙ্গে শহীদ ও সাদ্দামের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সলিমের লোকজনের মারধরে শহীদ আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জুন ১৪, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।