ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

শ্যামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিকশাচালকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, জুন ১৫, ২০২২
শ্যামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিকশাচালকের মৃত্যু প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর শ্যামপুরে একটি রিকশার গ্যারেজে ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমির হোসেন (৫০) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ জুন) বেলা দেড়টার দিকে নামা শ্যামপুর বটতলা ব্রিজ এলাকার বজলু মিয়ার রিকশার গ্যারেজে এ ঘটনা ঘটে।

আমির হোসেনের স্ত্রী বিউটি আক্তার জানান, তারা নামা শ্যামপুর বটতলা ব্রিজ এলাকাতে ভাড়া বাসায় থাকেন। তার স্বামী ব্যাটারি চালিত রিকশা চালাতেন।  দুপুরে তিনি জানতে পারেন রিকশার ব্যাটারি চার্জ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন আমির। পরে গ্যারেজ থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলি থানা পুলিশকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জুন ১৫, ২০২২
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।