ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

মনোহরদীতে তিন ইউনিয়নেই বিদ্রোহী প্রার্থীর জয় 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, জুন ১৫, ২০২২
মনোহরদীতে তিন ইউনিয়নেই বিদ্রোহী প্রার্থীর জয় 

নরসিংদী: অষ্টম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নরসিংদীর মনোহরদীতে তিনটি ইউনিয়নেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের পরাজয় হয়েছে। সবকটিতে বিজয়ী হয়েছেন বিদ্রোহী প্রার্থীরা।

 

বুধবার (১৫ জুন) রাত আটটায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচনী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আবুল কালাম আজাদ।


ফলাফলে কৃষ্ণপুর ইউনিয়নে আনারস প্রতীকে এ বি এম মাহবুবুর রহমান দুলাল ৫৪৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী নৌকা প্রতীকে এমদাদুল হক আকন্দ পেয়েছেন ৩৪১১ ভোট। খিদিরপুর ইউনিয়নে অটোরিকসা প্রতীকে কাউসার রশিদ বিপ্লব ২৯৮৩ ভোট পেয়ে বিজয়ী হন, তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী আনারস প্রতীকে মো. মাহবুবুর রহমান পেয়েছেন ২৩৮৯ ভোট। চরমান্দালিয়া ইউনিয়নে আনারস প্রতীকে আনিছ উদ্দিন শাহিন ৩০৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী নৌকা প্রতীকে আব্দুল কাদির পেয়েছেন ২৫০০ ভোট।  

এর আগে বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারই প্রথম ইউনিয়নের ভোটাররা ইভিএমের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কেন্দ্রগুলোতে পুরুষের তুলনায় নারী ভোটারের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৭ জন, সাধারণ সদস্য পদে ১০১ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩৪ নারী প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেছেন। তিনটি ইউনিয়নে মোট ২৯টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়েছে।  
মনোহরদী উপজেলা নির্বাচনী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, নির্বাচন কোনো বিশৃঙ্খলা ছাড়াই অবাধ ও সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুন ১৫, ২০২২
এসএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।