ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে নারীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, জুন ১৭, ২০২২
মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে নারীর মৃত্যু

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বৃষ্টির মধ্যে মাঠে থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে নাদিরা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ জুন) দুপুরে উপজেলার রিশিকুল ইউনিয়নের পূর্ব বামনাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাদিরা বেগম পাতান আলীর মেয়ে।

ঘটনার পর বিকেলে বৃষ্টির সময় বজ্রপাতে একই উপজেলার রিশিকুল ইউনিয়নের বিলাসী গ্রামে শওকত আলী (৪৫) নামে আরেক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম টুলু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃষ্টির সময় মাঠে গরু আনতে গিয়েছিলেন নাদিরা বেগম। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর বিকেলে শওকতও গরু আনতে মাঠে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলেও জানান এ চেয়ারম্যান।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, জুন ১৭, ২০২২
এসএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।