ঢাকা, সোমবার, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ জুন ২০২৪, ২৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ১৩ মামলার আসামি ৩ আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, জুন ১৮, ২০২২
চাঁপাইনবাবগঞ্জে ১৩ মামলার আসামি ৩ আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৫) একটি দল ৩টি ওয়ান শ্যুটার গান, ২টি দেশীয় হাসুয়া ও ১ টি ককটেলসহ ১৩ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে।

শুক্রবার (১৭ জুন) রাতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যাক্তির নাম মো. রাব্বানী (৪০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বহরমপুর হঠাৎ পাড়ার আব্দুল লতিফের ছেলে। তার বিরুদ্ধে ৮টি বিস্ফোরক দ্রব্য আইনের মামলা, ২টি অস্ত্র এবং ৩টি মারামারির মামলাসহ সর্বমোট ১৩ মামলা চলমান রয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল শিবগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের মরদানা গ্রামে পরিত্যাক্ত টিন শেড বাড়ির সামনে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালায়। এ সময় রাব্বানীকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় তার নামে মামলা দায়ের করে শনিবার (১৮ জুন) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, জুন ১৮, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।