ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জাতীয় ফল মেলার সময় বাড়ল ২ দিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, জুন ১৮, ২০২২
জাতীয় ফল মেলার সময় বাড়ল ২ দিন

ঢাকা: জাতীয় ফল মেলার সময় দুদিন বাড়িয়েছে সরকার। ফলে গত বৃহস্পতিবার শুরু হওয়া এ মেলা চলবে আগামী সোমবার পর্যন্ত।

শনিবার (১৮ জুন) কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় ফল মেলার সময় দুদিন বাড়ানো হয়েছে। মেলা চলবে আগামী সোমবার পর্যন্ত। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) চত্বরে ফল মেলা শুরু হয়েছিল গত বৃহস্পতিবার। সেদিন সকালে মেলার উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক।

ফল মেলার এবারের প্রতিপাদ্য হলো- ‘বছরব্যাপী ফল চাষে, অর্থ পুষ্টি দুই-ই আসে’। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত। মেলায় আসা দর্শনার্থীরা ফল চাষের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানতে ও রাসায়নিকমুক্ত বিভিন্ন জাতের ফল ক্রয় করতে পারছেন। সরকারি-বেসরকারি মিলে ৬৭টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, জুন ১৮, ২০২২
জিসিজি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।