ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

পদ্মা সেতু বিরোধীদের আইনের আওতায় আনতে হবে: শম্ভু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, জুন ১৯, ২০২২
পদ্মা সেতু বিরোধীদের আইনের আওতায় আনতে হবে: শম্ভু

ঢাকা: পদ্মা সেতু নির্মাণে বিরোধীতাকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। পাশাপাশি পদ্মা সেতু জাদুঘরে পদ্মা সেতুর বিরোধীদের বিস্তারিত তথ্য উপস্থাপনেরও দাবি জানান তিনি।

রোববার (১৯ জুন) জাতীয় সংসদে অধিবেশনে প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এ দাবি জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, পদ্মা সেতু নির্মাণে যারা বিরোধিতা করেছিল, পদ্মা সেতুর সেই বিরোধীতাকারীদের আইনের আওতায় আনতে হবে। প্রধানমন্ত্রী পদ্মা সেতু জাদুঘর নির্মাণের কথা বলেছেন। পদ্মা সেতুর যন্ত্রপাতি নিয়ে ভাঙ্গায় জাদুঘর হবে। আমার প্রস্তাব থাকবে, যারা পদ্মা সেতু নির্মাণে বিরোধিতা করেছেন তাদের তথ্য ওই জাদুঘরে রাখতে হবে।

শম্ভু বলেন, কোনো নতুন রাস্তা তৈরির দরকার নেই। বিদ্যমান যে রাস্তাগুলো আছে তা মেরামত করে চলার উপযোগী করতে হবে।

নিজের এলাকার হাসপাতালের সমস্যার কথা তুলে ধরে শম্ভু বলেন, প্রধানমন্ত্রী বরগুনায় ২৫০ বেডের হাসপাতাল দিয়েছেন। সেখানে ভবন নির্মাণ শেষ হয়েছে কিন্তু ডাক্তার নেই, নার্স নেই। ১০০ বেডের হাসপাতালের খাদ্যে আড়াইশ বেডের হাসপাতাল চলে। বরগুনায় মডেল মসজিদ নির্মাণের কাজ এগুচ্ছে না।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, জুন ১৯, ২০২২
এসকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।