ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

কামরাঙ্গীরচরে আইস ও ইয়াবাসহ নারী গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, জুন ২০, ২০২২
কামরাঙ্গীরচরে আইস ও ইয়াবাসহ নারী গ্রেফতার

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীচরে ইয়াবা ও আইস মাদকসহ লাবনী বেগম নামে এক নারীকে গ্রেফতার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ। রোববার কামরাঙ্গীরচরের পশ্চিম রসুলপুরের বাগানবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (২০ জুন) এ তথ্য নিশ্চিত করেন পুলিশ কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, রোববার পশ্চিম রসুলপুরের বাগানবাড়ি এলাকায় কতিপয় ব্যক্তি মাদক বিক্রির জন্য অবস্থান করছে, এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে ৫ গ্রাম আইস ও ১০০০ পিস ইয়াবাসহ লাবনী নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

ওসি আরও জানান, গ্রেফতার লাবনীর নামে কামরাঙ্গীরচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগেও একটি মামলা রয়েছে, যা আদালতে বিচারাধীন। নতুন করে তার বিরুদ্ধে আবার আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, জুন ২০, ২০২২
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।