ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে হাজতির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, জুন ২০, ২০২২
চাঁপাইনবাবগঞ্জে হাজতির মৃত্যু প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ কারাগারে থাকা মো. রেজাউল করিম (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

সোমবার (২০ জুন) সকাল ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত রেজাউল করিম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছাবানিয়া গ্রামের জোহাকের ছেলে। তাকে ২০২০ সালে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় এক হত্যা মামলার আসামি হিসেবে কারাগারে পাঠানো হয়। মামলা নম্বর-৩২৯/২০ (নবাব)।

চাঁপাইনবাবগঞ্জ জেলখানার জেল সুপার মো. মজিবুর রহমান মজুমদার বাংলানিউজকে জানান, রেজাউল সোমবার সকালে নাস্তা করার পর বুকে ব্যথা নিয়ে অসুস্থতার কথা জানান। পরে সকাল ৮টা ১০মিনিটে তাকে জেলখানার হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থা গুরুত্বর হলে রেজাউলকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে রেফার্ড করেন জেলখানার চিকিৎসক।

এরপর সকাল সাড়ে ৮টার দিকে জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রেজাউলের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন চিকিৎসক।

জেল সুপার আরও বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর রেজাউলের মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, জুন ২০, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।