ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাছ শিকারে গিয়ে সাপের দংশনে মৃত্যু যুবকের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, জুন ২১, ২০২২
মাছ শিকারে গিয়ে সাপের দংশনে মৃত্যু যুবকের

বরিশাল: বাড়ির পাশের জমিতে মাছ শিকারে গিয়ে বিষাক্ত সাপের দংশনে মিরাজ সিকদার (২৪) নামের এক ইজিবাইকচালকের মৃত্যু হয়েছে।  

সোমবার (২০ জুন) দিবাগত রাতে জেলার উজিরপুর উপজেলার দক্ষিণ শোলক গ্রামে এ ঘটনা ঘটে।

মিরাজের বাবা ওই গ্রামের কুদ্দুস সিকদার জানান, সোমবার দিবাগত রাতে মিরাজ বাড়ির পাশের ধান ক্ষেতে মাছ শিকারে গিয়েছিল। সেখানে তাকে একটি বিষাক্ত সাপ দংশন করে। এতে মিরাজ অজ্ঞান হয়ে পরে। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, জুন ২১, ২০২২
এমএস/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।