ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

চুয়াডাঙ্গায় ৩ দিনের ফল মেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, জুন ২১, ২০২২
চুয়াডাঙ্গায় ৩ দিনের ফল মেলা

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ফল মেলা।  

মঙ্গলবার (২১ জুন) দুপুর ১২টার দিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয় চত্বরে আয়োজিত এ মেলার উদ্বোধন করা হয়।

 

বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ড. হামিদুর রহমান।  

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক (ডিসি) আমিনুল ইসলাম খান, চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন প্রমুখ।  

দেশি-বিদেশি বিভিন্ন জাতের ফলের সমন্বয়ে সেজেছে ফল মেলার ১০টি স্টল। বাড়ির উঠানে কিংবা মাঠের ক্ষেতের বিভিন্ন ফল নিয়ে এ মেলায় হাজির হয়েছেন কৃষকরা।  

উদ্বোধনের সময় অতিথিরা বলেন, চুয়াডাঙ্গার মাটিকে নিত্য নতুন ফলমূল ও সবজি ফলায় কৃষকরা। বিদেশি নানা জাতের ফলও অঞ্চলে চাষ করা হয়। এভাবে ফল চাষের ব্যাপকতা বাড়লে বিদেশ নির্ভরতা কমে আসবে, ফলমূলে স্বয়ংসম্পূর্ণ হবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জুন ২১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।