ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

৫ বছর পর যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, জুন ২২, ২০২২
৫ বছর পর যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার  

সাতক্ষীরা: সাতক্ষীরায় মাদক মামলায় যাবজ্জীবন সাজার আদেশপ্রাপ্ত পলাতক আসামি শেখ মুস্তাফিজুর রহমানকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২২) জুন সকাল ১১টার দিকে পুরাতন সাতক্ষীরার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

শেখ মুস্তাফিজুর রহমান সদর উপজেলার পুরাতন সাতক্ষীরা এলাকার শেখ আহম্মেদ হোসেন কচির ছেলে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স ম কাইয়ুম জানান, ২০১৭ সালের ৩১ জুলাই ডুমুরিয়া থানার একটি মাদক মামলায় আদালত শেখ মুস্তাফিজুর রহমানকে যাবজ্জীবন সাজার আদেশ দেন। তার আগে মামলার বিচারকাজ চলাকালে জামিনে বের হয়ে আত্মগোপন করেছিলেন তিনি। সম্প্রতি তিনি বাড়ি ফেরেন। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।  

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, জুন ২২, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।