ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সমাবেশে আগতদের পানি দিচ্ছে র‌্যাব 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, জুন ২৫, ২০২২
সমাবেশে আগতদের পানি দিচ্ছে র‌্যাব 

মাদারীপুর: সমাবেশে আসা সাধারণ মানুষের মাঝে পানি বিতরণ করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

বিআইডব্লউটিএ'র অফিসের সামনে থেকে লঞ্চে আসা সাধারণ মানুষের মাঝে এই পানির বোতল বিতরণ করছে র‌্যাব ৮ এর বরিশালের একটি দল।

 

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাব ৮ বরিশালের অধিনায়ক ডিআইজি মো. জামিল হাসানের নেতৃত্বে শনিবার সকাল থেকেই অসংখ্য মানুষের মাঝে পানির বোতল বিতরণ করছেন র‌্যাব সদস্যরা।  

বরিশাল থেকে সমাবেশে থাকা সাধারণ মানুষেরা বলেন, লঞ্চ থেকে নেমে সমাবেশের পথে যাওয়ার সময় দেখলাম র‌্যাবের সদস্যরা পানি বিতরণ করছে। গরমের মধ্যে হঠাৎ পানির বোতল পেয়ে আমরা অভিভূত।  

র‌্যাব সদস্যরা জানায়, দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা লোকজনের তৃষ্ণা নিবারণের জন্য আমরা সকাল থেকেই পানির বোতল দিচ্ছি। ইতোমধ্যে কয়েক হাজার বোতল পানি দেওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ বলেন, আমাদের সদস্যরা সারাদিনই পানি বিতরণ করবে। অনেক পানির বোতল রয়েছে। যা সমাবেশে আসা মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, জুন ২৫, ২০২২
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।