ঢাকা, সোমবার, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ জুন ২০২৪, ২৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নারী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, জুন ২৬, ২০২২
ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নারী নিহত  ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ

ময়মনসিংহ: ময়মনসিংহের সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় হাসিনা বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন।

আহত হয়েছেন আরও চারজন।

রোববার (২৬ জুন) দুপুর পৌনে ১টার দিকে সদর উপজেলার রঘুরামপুর পূর্বপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
 
আহতরা হলেন-  হাসিনা বেগমের স্বামী আব্দুল মালেক, ছেলে কাউসার আহমেদ, হুসনে আরা ও মনোয়ারা বেগম। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ সংঘর্ষের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জায়গা-জমি নিয়ে স্থানীয় আব্দুল খালেকের সঙ্গে প্রতিবেশী মজিবর রহমান গংদের বিরোধ চলে আসছিল।  

দুপুরে ওই বিরোধের জের ধরে মজিবুর রহমান ও তার লোকজন একটি দোকানের জায়গা দখল করতে আসলে বাধা দেয় আব্দুল খালেক ও তার পক্ষের লোকজন। এ সময় দুই পক্ষের মধ্যে সংর্ঘষ হলে মজিবুরের হাতে টেঁটা বিদ্ধ হয়ে নিহত হন হাসিনা বেগম।  

ওসি আরও জানান, এ ঘটনার মূলহোতা মফিদুল ইসলামসহ জড়িত সন্দেহে নয়জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।  

তবে তাৎক্ষনিকভাবে আটককৃতদের নাম জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, জুন ২৬, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।