ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সোমবার ১২ ঘণ্টা বিদ্যুৎবিছিন্ন থাকবে শ্রীমঙ্গল

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, জুন ২৭, ২০২২
সোমবার ১২ ঘণ্টা বিদ্যুৎবিছিন্ন থাকবে শ্রীমঙ্গল

মৌলভীবাজার: রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার (২৭ জুন) সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে শ্রীমঙ্গল উপজেলায়।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির (মৌপবিস) পক্ষ থেকে বাংলানিউজকে এই তথ্য জানান বিদ্যুৎ সরবরাহ বিভাগের এজিএম মোহাম্মদ আশরাফুল।

তিনি বলেন, পাওয়ার গ্রিড কোম্পানির শ্রীমঙ্গল আঞ্চলিক কার্যালয়ের ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের বৈদ্যুতিক লাইনের আপগ্রেডেশন (উন্নত ধাপে প্রতিস্থাপন) করা হবে। সেজন্য সোমবার (২৭ জুন) সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে।

নাম প্রকাশে অনিচ্ছুক শ্রীমঙ্গল গ্রিড সংরক্ষক বিভাগের এক কর্মকর্তা বলেন, ১৩২ কেভি মানে এক লাখ ৩২ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইন। যা মারাত্মক ভয়ংকর এবং একটু অব্যবস্থাপনায় পুরোপুরি ঝুঁকিপূর্ণ। সাম্প্রতিক সময়ে এখানকার বিদ্যুৎ বিতরণে কিছুটা সমস্যা তৈরি হওয়ায় তা রক্ষণাবেক্ষণ জরুরী হয়ে পড়েছে।

তিনি সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য গ্রিড উপকেন্দ্রের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ০৮৪৯ ঘণ্টা, জুন ২৭, ২০২২
বিবিবি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।