ঢাকা, মঙ্গলবার, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৪ জুন ২০২৪, ২৬ জিলকদ ১৪৪৫

জাতীয়

টেকনাফে ৬ অস্ত্রসহ ৩ ডাকাত আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, জুন ৩০, ২০২২
টেকনাফে ৬ অস্ত্রসহ ৩ ডাকাত আটক

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ বাহারছড়া এলাকা থেকে ৬টি আগ্নেয়াস্ত্রসহ একটি বাহিনী প্রধান হুরিইরাসহ ৩ ডাকাতকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ১৫।

বুধবার রাতে টেকনাফের বাহারছড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন, আবু হুরাইরা মোহাম্মদ (২৬), মোরশেদ আলম (২১) ও নুরুল ইসলাম (৩৮)। এ সময় উদ্ধার করা হয়েছে, ২ টি এসবিবিএল, ২ টি থ্রিকোয়ার্টারগান, ২টি দেশীয় পিস্তল, ১ রাউন্ড গুলি ও ডাকাতি করা ৮টি মোবাইল ফোন সেট।

র‌্যাব-১৫-এর অধিনায়ক লে. কর্নেল খাইরুল ইসলাম সরকার জানান, আটকদের মধ্যে হুরাইরা একটি ডাকাত দল বাহিনীর প্রধান। এর আগে এই বাহিনীর আরো ৬ জনকে আটক করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জুন ৩০, ২০২২ 
এসবি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।