ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

শিক্ষক হত্যা ও লাঞ্ছনার প্রতিবাদে বরিশালে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, জুলাই ১, ২০২২
শিক্ষক হত্যা ও লাঞ্ছনার প্রতিবাদে বরিশালে মানববন্ধন

বরিশাল: ‘শিক্ষক হত্যা, শিক্ষক লাঞ্ছনার বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ’ শ্লোগানে বরিশালে মানববন্ধন ও সমাবেশ করেছে সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ।

শুক্রবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টায় নগরের সদররোডে অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ বরিশালের সভাপতি অধ্যাপক নজমুল হোসেন আকাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্তীর সঞ্চলনায় সমাবেশে বক্তব্য রাখেন সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সভাপতি কাজল ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষ, শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, আনোয়ার জাহিদ, শিক্ষক নেতা
কালাম আজাদ, বিএম কলেজ সাবেক অধ্যক্ষ ইমানুল হাকিম, অধ্যাপক টুনু রানী কর্মকার, শিক্ষক সুনিল বরন হালদার, শুভংকর চক্রবর্তী, বাসুদেব ঘোষ প্রমুখ।

বক্তরা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হত্যাসহ শিক্ষক লাঞ্ছনাকারীদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জুলাই ০১, ২০২২
এমএস/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।