ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাঁদাবাজি ও জাল টাকা রোধে নজরদারি :  না.গঞ্জ এসপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, জুলাই ১, ২০২২
চাঁদাবাজি ও জাল টাকা রোধে নজরদারি :  না.গঞ্জ এসপি জায়েদুল আলম

নারায়ণগঞ্জ: আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে এবার নারায়ণগঞ্জের প্রতিটি হাটে জাল টাকা রোধে বিশেষ নজরদারি করবে পুলিশ।  
এছাড়া মহাসড়কে পশু বহনকারী ট্রাকে কোনো ধরনের চাঁদাবাজি বা রশি টানাটানি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (১ জুলাই) আসন্ন ঈদকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা তুলে ধরে বাংলানিউজের সঙ্গে আলাপকালে এসব কথা জানান জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম।

তিনি জানান, পুরো জেলায় আমাদের সাদা পোশাকে বিশেষ নিরাপত্তা টিম থাকবে। ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতার চেষ্টা করা হলে তা কঠোর হস্তে দমন করা হবে। এছাড়াও চাঁদাবাজ, ছিনতাইকারী, জাল টাকা সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স তো থাকছেই।

তিনি বলেন, ঈদের নামাজেও বিশেষ নিরাপত্তা থাকবে পুলিশের। কেন্দ্রীয় ঈদগাহসহ সকল ঈদগাহে পুলিশ, সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ, ডিবিসহ বিভিন্ন সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন। এখন পর্যন্ত কোনো শঙ্কা বা হুমকি নেই। তবে পুলিশ সতর্ক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ০১ জুলাই, ২০২২ 
এমআরপি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad